৩১/০৩/২০২০, সময় – রাত – ৯-০০ টা


ছড়া কবিতা
যেখানে  যার  শোভা


পাখি মুক্ত আকাশে উড়ে
গাছে গাছে ঘুরে
ভ্রমর গুঞ্জন রবে
ফুলে ফুলে বেড়ায়
মধু তুলে আনে
মাতায় বাগান গানে গানে ।


কোকিল ডাকে কূ-উ, কূ-উ
দক্ষিণা বাতাস বহে হু হু
ফাল্গুনের সাজে সেজেছে দেশ
চমৎকার শোভায় মাতোয়ারা বেশ ।


গাভী চিরকাল বিলায় দুগ্ধ
মানুষ পানে তা বিমুগ্ধ
পশু-পাখি দেয় মাংস
খেয়ে বিস্তার করি বংশ
পাখি জীবনভর দিচ্ছে ডিম
আহারে তৃপ্তি আসে অপরিসীম ।


পুকুর, দিঘী, নদীতে
ভাসে মাছ, হাঁস
অপূর্ব সুদৃশ্য রূপে
অন্তরে করে নাচ ।  


নদী মিশে যায়
সাগরের উত্তাল মোহনায়
ঝর্ণাধারা অবিরাম বয়ে নিরবধি
ভরে তুলে নদীর কানায় কানায় ।


গাছে গাছে বাহারি ফল
খেয়ে হয় নবীন বল
বৃক্ষ, লতাপাতা, তরুতল
মহীকে করে থাকে সুশীতল ।


সাগর তলে খচিত মণিমুক্তা
আবেশিত হয় হেরিয়া আত্মা
আকাশে হাসে চাঁদ-তারা
ধরাতলে উছলে পরে আনন্দধারা ।


শিশির হাসে দুর্বাঘাসে
হেঁটে-দেখে চিত্ত হাসে
মাঠে মাঠে শস্যের শোভা
বধূর গালে রাঙা আভা ।


সৃষ্টির যতসব সুশোভন
উপভোগে রত মানুষ
তাই, বসুধায় সুন্দরের পূজায় মরণ
নিমগ্নে বিস্মৃত অনন্ত  মানসলোক !


শরীফ নবাব  হোসেন ।