১৮/০৮/২০২০ ইং , সময় – সন্ধ্যা – ৬-০০ টা ।


ছড়া কবিতা


শরতের বাংলা । ।


শরৎ এসেছে দ্বারে
চিত্ত উদাস করে
ঘাসের ডগায় শিশির ঝরে ।


সে নয় খুব উষ্ণ
নয় তো বেশ শীত
শরৎ সুখের পরশে নাতিশীতোষ্ণ ।  


শরতের কমনীয় , মোহনীয় ভাব    
প্রকৃতি সুষমা , শান্ত , নির্বাক
চারিদিকে সুদৃশ্য বাহার ।


শরৎ ছড়িয়ে থাকে লাবণ্য
ষড় ঋতু কে করেছে ধন্য
স্নিগ্ধতায় ভরা অনন্য ।


শরতের শুভ্র কাশফুল
সুশোভিত করে নদীর কূল
আনাচে কানাচে রকমারি ফুল ।


শরতের মৃদু-মন্দ প্রভঞ্জন
পাকা তালের গন্ধে মাতাল
আন্দোলিত  করে চয় অঙ্গন ।


শরৎ কে মনে লাগে নববধূ
লাজে , সাজে , মনোহরে  অপুরব
বাংলার মায়াবী যাদু ।


শরৎ প্রকৃতির সুরূপা প্রেয়সী
ফুলে , ফলে , শস্য , ফসলে মানসী
আনত নয়না  নিরুপম কিশোরী ।


শরতের সুরভিত মুগ্ধ তায়
প্রসন্ন তায় ভরে প্রাণ
বয়ে বেড়ায় শেফালির ঘ্রাণ ।


শিশির ভেজা মেঠো পথ
বিলে সবুজ ধান দেয় দোলা
পথিকের মন আত্মভোলা ।


শারদের পূজা-পার্বণ উৎসব
সবখানে হৈ চৈ আনন্দ
কেটে যায় প্রাণের দৈন্য ।


ভাদ্র-আশ্বিন কবিতার প্রাণ
শিল্পীর সুমধুর  গান
ঋষি র অবিশ্রান্ত  ধ্যান ,
পারিজাত সৃষ্টির আহবান
খাল-নদীর শিষ্ট  কলতান
চিত্র করের  রং তুলিতে  মূর্তিমান্‌  । ।


      শরীফ নবাব  হোসেন ।