তারিখ ঃ – ২৮/০৯/২০২১ ইং , সময় – দুপুর – ২- ০০ টা ।


ছড়া  কবিতা
সুকুমার   বার্তা  ।।


মুয়াজ্জিনের সুললিত আজান শুরু
আর থেকো না ঘুমে
সফলতা  আসে পরিশ্রমে ।


নামাজ করো আদায়
অলসতা সমূলে বিদায়
প্রভু কে  স্বরণে সর্বদায় ।  

ভোরের  মরুৎ স্বচ্ছ
কুসুমের  সুবাস  একগুচ্ছ
পক্ষী রা নাড়ায় পুচ্ছ ।


প্রভাত বেলায় ভ্রমণ স্বাস্থ্যকর
কাজ কর্মে  উন্নতি অধিকতর
নিদ্রায় কাটানো হাস্যকর ।


সকাল সকাল উঠে পড়ি
নিজের কর্তব্য আরম্ভ করি
নিরলস শুভ  ভাগ্য গড়ি । ।


দায়িত্ব-কর্তব্যে নয় অবহেলা
মিথ্যাকে উপড়ে ফেলা
সঠিক কর্মে পা ফেলা ।


সময় মত সারবো স্নান
সময় হলে খাবো
পাঠ শেষ করে পাঠশালায় যাবো ।


সত্য ক্রিয়া  হয় না ম্লান  
আগাবো সাজিয়ে প্লান
মানুষকে   নয় অবজ্ঞা আর অপমান ।


নিজ কর্মে  প্রত্যহ মনোযোগী  
অন্যের প্রয়োজনে সহযোগী
কাউকে করবো না ভুক্তভোগী ।।  

ভালোটা সবার নিকট ই ভালো
মন্দ টা সচরাচর মন্দ
সুকুমার বার্তা পুরণে আনন্দ ।।


শরীফ নবাব হোসেন ।