০৪/০১/২০২০


ছড়া – পাঠ্যবই পাঠ


পড় পড় পড়
পাঠ্যবই পাঠ কর
পাঠ্যবইয়ের  বিকল্প
হয়তো বা আছে অল্প
পড়ালেখায় হবে  জ্ঞান
পাঠ্যবইয়ের অবদান
পরীক্ষায় ভালো ফলাফল
পাঠ্যবইতে চর্চা  অবিচল ।


পাঠ্যবই দিলে বাদ
পাবে না শিক্ষার স্বাদ
বিষয় ভিত্তিক হবে জ্ঞান
পাঠ্যবইয়ের পাঠে মান
পাঠ্যবই থাকলে সাথে
শিক্ষার্থীরা হবে না বিপথে
আগে প্রয়োজন পাঠ্যবই
তারপর সহায়ক বই ।


প্রথম শ্রেণি থেকে শুরু
পাঠ্যবই হবে গুরু
অধ্যয়ন যখন শেষ
পাঠ্যবইয়ের  রেশ অনিমেষ
গুগল, নেট, ফেসবুক
এরা নয় বিকল্প  পাঠ্যবুক
গুগল , নেট, ফেসবুক
ব্যবহারে নেই মানা
প্রয়োজন আছে তাই
পাঠ্যবইকে বেশী জানা ।


আসবে নতুন নতুন প্রযুক্তি
তাতে নেই কোন বে-যুক্তি
তারপরও পাঠ্যবইয়ে আছে
শিক্ষার্থীর পাঠ-চর্চায় মুক্তি ।


শরীফ নবাব হোসেন, স্যাম্ব, মীরবাড়ী, দেওয়াহাট