২০/০৭/২০২০ ইং , সময় – সন্ধ্যা – ৬ – ০৮ মিনিট


ছড়া – সঠিকতা । ।


কাজ-কর্মে  সঠিকতা
চলা-ফেরায় মাধুর্য তা
কথা-বার্তায়  সাবধানতা
পোশাক-আশাকে শালীনতা
অন্যায় আবদারে অপারগতা
সত্য কথায় সাহসিকতা
জানা না থাকলে উত্তম মৌন তা
সৎ কাজে একগ্রতা  ।


কর্তব্য বোধে  দৃঢ়তা
দায়িত্ব  পালনে সচেতনতা
অধিকার রক্ষায় ন্যায়নিষ্ঠ তা
দুর্যোগ  সময়ে  ত্যাগশীলতা
দুঃসময়ে মানবতা
অন্যায়-অপরাধ দমনে কঠোরতা
সদাচরণ সবার কাম্য তা
সুষ্ঠু  বণ্টন  সাম্য তা  ।


ন্যায় বিচার পাওয়া
নাগরিকের ন্যায্য তা
সহযোগিতা না করা হীনমন্যতা
তথ্য গোপন  করা
অপরাধ প্রবণতা
প্রয়োজনে উপকার না করা নিষ্ঠুরতা
কর্তব্য  অবহেলা  দায়িত্বহীন তা
নিজের পায়ে না দাঁড়ানো   পরমুখাপেক্ষিতা ।  


কাজ ফেলে রাখা অলসতা
কাজে অর্জন না আসা অসারতা
সুরম্য পরিবর্তন না আনা
স্থবির একঘেয়েমীতা
অর্থপূর্ণ  কিছু না হওয়া
অন্তঃসার শূন্যতা ।


ঠকানো চরিত্রের  নিকৃষ্টতা
আইন-কানুন না মানা ধৃষ্টতা
সবার ঊর্ধ্বে  অবস্থান যার
মহা জাগ্রত জনতার
সৃষ্টির সেরা মহাকাব্য
মানুষের কমনীয় মানবতা !


শরীফ নবাব  হোসেন  । ।