তারিখ  -  ১৬-০৭-২০২৩  ইং  ।


শরীফ  নবাব  হোসেন  ।


ছড়া  ঃ


( ১ )

খোকা খুকি হাসে
বিহঙ্গরা শাখে নাচে
ফুল ফুটেছে গাছে
হাসা-হাসি ভাসে  ।


( ২ )


আলসেমি ছাড়
বইপত্র পড়
কলম ধর
সত্য যা বল  ।


( ৩  )


কর জ্ঞান অর্জন
মিথ্যাকে বর্জন
মেঘের গর্জন  
মহা মণীষিদের দর্শন  ।


(  ৪  )  


দীঘিতে ঝাঁপ
খেলার মাঠে হাঁফ
ময়লা-আবর্জনা ছাফ
অনুশোচনায় মাফ  ।


(  ৫  )


কর শুভ্র সুন্দরের অনুশীলন
প্রাত্যহিক কর্মে জনম জনম
কোনটা ভাল কোনটা মন্দ
হৃদয়ের গভীরে কর অন্বেষণ  । ।


শরীফ  নবাব  হোসেন  ।