০৮/০৪/২০২০,  সময় – দুপুর – ১২-৫০ মিনিট


ছড়ায়  ছড়ায়  ফলের  নাম


আম, জাম, কাঠাল, লিছু
এর চেয়ে বেশী স্বাদ
আর আছে কিছু ?


আপেল, জামরুল, কলা
যেমনি  খেতে মজা
তেমনি দূর করে আপদ-বলা ।


লেবু, জাম্বুরা, পেয়ারা
খেতে একটু টক টক
ভিটামিন সি তে ভরা ।


বাতাবী লেবু, কামরাঙা, সফেদা
দেখতে যেমন সুন্দর
স্বাদ  তেমন আলাদা ।


মাল্টা, আঙুর, কমলা
দামে একটু বেশী
খেতে হয় না ঝামেলা ।


বড়ই, বেল, ডালিম
বেশ ভালো হয়
সাথে মাংসের হালিম ।


আমড়া, তেতুল, জলপাই
এরা গাঢ় সবুজ
আচারেতে অনেক তৃপ্তি পাই ।


নাসপাতি, বাংগি, তরমুজ, আনারস
গুণে অতিশয় মহৎ
আছে তাদের ভরা রস ।


পেঁপে, আতা, শরীফা
চিনির মতো মিষ্টি
ভরে উঠে প্রাণটা  ।


আমলকি, ডাব, নারিকেল, খিরা
সহজেই পাওয়া যায়
তার সাথে ভালো দই-চিড়া ।


এসব ফল যদি পাই
আনন্দের সীমা  নাই
খেয়ে দেয়ে গান গাই ।


বাংলার  ঐ  মধুর  ফল
রঙে, রসে টলমল
রূপেতে সদা ঝলমল ।


দেশটা মোদের সবুজ-শ্যামল
গাছে শোভা হাজার ফল
খেলে বাড়ে শত মনোবল ।


শরীফ নবাব হোসেন, স্যাম্ব, মীরবাড়ী, দেওয়ানহাট, চট্টগ্রাম ।