তারিখ  ঃ ১৮- ০৭-২০২৩  ইং  ।

ছড়ার  সাথে  কথা  ঃ
রচনা কাল – ১৬/০৭/২০২৩  ইং  ।

শরীফ  নবাব  হোসেন  ।

( ১ )

মা-বাবা  ভাই বোন আসল
পাতানো সম্পর্ক নকল
স্থায়ী হয় না কখনো
অন্যায় ভাবে কিছু দখল  ।

( ২ )

রক্তের সম্পর্ক  কভু
করতে নাই ছিন্ন
আকাশ চাঁদ তারকা যেন
একে অপরের সাথে অভিন্ন  ।

( ৩ )

বড়জন দের কর সম্মান
ছোটদের কে সদা আদর-স্নেহ
মা-বাবা শিক্ষকের কথা শুনা
কাজটি বড় অনন্য ।

( ৪ )

মোবাইল ও ফেসবুকে ব্যস্ত
করছে সময় ঢের নষ্ট
ফলাফল হলে খারাপ
সবার মনে কষ্ট  ।

( ৫ )

পড়ার সময় নয় মুঠো ফোন
হাতে থাকবে কলম খাতা বই
এমন সুন্দর মজার পাঠ
পুস্তক ছাড়া পাবে কই  ?

( ৬ )

অযথা করো না সময় নষ্ট
হেলায় ফেলায় রঙের মেলায়
কাটাও দিবানিশি অলসতায়
সময় পার হলে পাবে কষ্ট  ।

(  ৭  )

সময় কভু আসে না ফিরে
সাঁঝে পাখিরা যায় নীড়ে
কী হবে  ? শৈশব কৈশোর যৌবন
কাটিয়ে দাও অকাজের ভিড়ে  ! !

শরীফ  নবাব  হোসেন  ।