তারিখ ঃ – ০৪-০৭-২০২২ ইং।


চিরায়ত  যা  অনন্য  ! !


প্রকৃতির খাবার
সর্বদাই ভালো
কর ভাল-মহৎ কাজ
জীবন হবে  মনোরম সাজ
বাড়াতে হবে পারস্পরিক সৌহার্দ্য
সমাজ হবে প্রশান্তির কারুকার্য
বেশী বেশী ইতি ময় শিখবে
সবখানে কাজে লাগবে ।।


এগিয়ে আসবে ত্যাগে    
তাতে শান্তি ও আনন্দ পাবে
প্রতিদিন হাঁটবে ও খেলবে
সুঠাম দেহ গড়বে
খাবে পরিমিত
নিদ্রা সীমিত
করলে অযথা সময় নষ্ট
অদৃষ্টে জুটবে কষ্ট ।


ভোগ-বিলাসে মেলা ঝোঁক
অসময়ে আসবে দুঃখ
হও পড়া-শুনায় মনোযোগী
সময়ের উচ্চাকাঙ্ক্ষায় প্রতিযোগী  
করো না অবৈধ ও মিথ্যার চর্চা
এতে সঞ্চিত হবে না অশান্তির ব্যথা
অন্তরীক্ষে শশীর আলো
অন্তরে ঠাঁই দেবে না পাতকের কালো ।


মন খুলে হাসো
সুখ সাগরে ভাসো
পুষবে না নিজের কাছে দুষ্টামি
চিন্তা , কাজে-কর্মে নয় নষ্টামি
সবাই মিলে থাকবো ভালো
জ্বালাবো সুস্থি-নিরাপত্তার  আলো
প্রত্যাশিত মানবতার বসুধা গড়বো
সরল , সঠিক , সত্য-ন্যায়ের পথে চলবো ।।


শরীফ  নবাব  হোসেন ।