তারিখ ঃ – ০২-০২-২০২২ ইং , সময় – বিকাল – ৪-০০ টা ।


চিরন্তন  একুশের  আত্মত্যাগ  ।।
( আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শ্রদ্ধাঞ্জলীতে  ২১ পংক্তির কবিতা । )


ম – মানুষে মানুষে ভ্রাতৃত্ব বন্ধনে
আবদ্ধ করেছে শাশ্বত মা’র ভাষা
হা – হাসি খুশি , উচ্ছ্বাসে প্লাবিত করেছে হৃদয়
তার গান , কবিতা , গল্প , ইতিহাস , সাহিত্য দিয়ে
ন – নবীন-প্রবীণ , শিশু-কিশোর , তরুণ –যুবা
সবারই প্রাণের প্রিয় এ বাপ-দাদার মুখের বাক্য
এ ভাষাতে ই রচিব মাতৃভূমির চিরায়ত অমর কাব্য ।।



এ – একুশের কাল জয়ী ঐতিহাসিক ঘটনা
অকৃত্রিম স্বদেশ প্রেমের চেতনা
কু – কু-শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর
জ্বলন্ত নির্ভীক অনুপ্রেরণা
শে – শেকড়ের টান , মাতৃ ভাষার মান
তাই বীর জনতা দিল প্রাণ
ফে – ফেলানো যাবে না , মায়ের ভাষা
তাতে আছে অন্তরের অতলান্তের ভালোবাসা
ব্রু – ফেব্রুয়ারী মাসে উঠলো দুরন্ত জোয়ার
ভাষার দাবী গর্জে উঠে বার বার
য়া – মায়া-মমতার ছায়া জন্ম ভূমির কথাতে
জাগাবো বিশ্ব তার সুরভি মধুর ছোঁয়াতে
রী – রীতি নীতি , অলংকারে সমৃদ্ধ মোদের বচন
ঐ কথন ই জাতির শিক্ষা , সংস্কৃতি , সভ্যতা ও স্বকীয়তার রীঢ়ক হামেশা  ! !  


শরীফ নবাব হোসেন ।