তারিখ  ঃ -  ১৫/০৮/২০২২  ইং  ।


চরম   গরম  ! !   ( ৬০০  তম  প্রয়াস )  


( ১ )


এক দিকে রোদের গরম
আর এক দিকে বাজার গরম
রোদের গরম করা গেলে ও সহ্য
বাজার গরমের চরমতা অসহ্য  !


( ২ )


কি খাব , আর কী না খাব  
সবকিছুর দাম বহুত বাড়তি
খাদ্য তালিকায় মেলা বাদ
পণ্যের দামে ঘটছে তেলেসমাতি ।


( ৩ )


ফায়ার সার্ভিস নেবায় আগুন
বাজার মূল্যের  বহ্নি কে বা নেবায়
খালি ব্যাগ হাতে আসি ফিরে
আনতে গিয়ে সদায় ।  


( ৪ )


মাঝে মাঝে বেগুন বনে সেগুন
কাঁচা মরিচের তেজ দশ গুণ
মাছ , মাংস , সবজি উঠেছে আকাশে
সব রকম তৈল উড়ছে বাতাসে   ! !  


( ৫ )


কেউ বাজায় সুখে বাঁশি
কারো মুখে কপট হাসি
কেউ বা করে ফাঁকা ফাঁকি
মধ্য-নিম্ন মধ্যবিত্তের গলায় ফাঁসি ।


( ৬ )


মাছে ভাতে বাঙালি
দুধে ভাতে সন্তান-সন্ততি
ঘি , ডিম , ক্ষিরে পুষ্টি
এসব প্রবাদ  স্বপ্নের  খাঁচায় বন্দি ।।


( ৭ )


থলে ভরে টাকা নেব
মুষ্টি ভরে বাজার আনব
বিস্তর দেখে একটা কিনব
পরের কেনার শান্তনা খুঁজব  ? ?


শরীফ  নবাব  হোসেন ।