তারিখ ঃ -–16/11/2022 ইং ।


শরীফ নবাব হোসেন ।


দান–সদ্বাকার কল্যাণ অবিনশ্বর  ।।


রিয়া মুক্ত চিত্তে
না পড়ে লোভ-লালসার বৃত্তে
করবো , করবেন অকাতরে দান
আল্লাহর কাছে পাবো যথার্থ সম্মান ।


নেকীর মধ্যে বড় নেক আমল
করা দান-সদ্বাকা
দানশীলদেরকে দিয়ে থাকেন
মহান আল্লাহ – বৃহৎ প্রতিদান ।


মহান আল্লাহ পাক বলেন –
‘’ যারা নিজেদের মাল
করে ব্যয় আল্লাহর পথে  ,
তাদের ( দানের ) তুলনা
সেই বীজের মত  ,
যাথ্থেকে  জন্মিল সাতটি শীষ
প্রত্যেক শীষে একশত করে দানা
এবং --------
আল্লাহ যাকে ইচ্ছা করেন
বর্ধিত হারে দিয়ে থাকেন  ;
বস্তুতঃ  আল্লাহ তায়ালা –
প্রাচুর্যের অধিকারী , জ্ঞানময় ।।  ‘’


মহানবী ( সাঃ ) বলেন –
‘’ জাহান্নামের আগুন থেকে
তোমরা বাঁচ
দান করে হোক
এক টুকরা খেজুর ।। ‘’


গুপ্ত ভাবে দানকারী কে ছায়া দান করবেন
কিয়ামতের মাঠে মহান আল্লাহ
যেদিন তাঁর ছায়া ব্যতীত
থাকবে না অন্য কোন ছায়া ।।


দানকারীর জন্য খুলে যায়
মঙ্গলের দরজা –
বন্ধ হয়ে যায়
অমঙ্গলের দরজা ।
দানী কে ভালোবাসেন আল্লাহ
মানুষও তাকে ভালোবাসে ।


তার আত্মা ও মাল হয় পবিত্র
অর্থের দাসত্ব থেকে
সে পায় মুক্তি
খোদার রাস্তায় দানে
লাগে না কোন যুক্তি
তাতেই পাওয়া যায় আত্মার প্রশান্তি  ! !


অতএব , আমাদের প্রত্যেকেই
প্রতিদিন কিছু কিছু
দান-সদ্বাকা করে অর্পণ
নেক আমল বাড়ানো উত্তম ।।


শরীফ নবাব হোসেন ।