তারিখ  ঃ  - ০১/১০/২০২২   ইং  ।


দায়িত্ব   ও   কর্তব্যের   অবহেলা  ?  ?



যার যার দায়িত্ব পালন  
ও কর্তব্য কর্ম করণ বা সম্পাদনে
তার বিবেক তাকে যদি –
পিঠে চাবুক মারার মতো
তাড়িত না করে
তা হলে সে--------
দেশ , কাল ও সমাজের
অথর্ব অযোগ্য
জঞ্জাল  আবর্জনা
অলস অধম
মনুষ্যত্ব হীন অমানব
অর্থহীন আস্তাকুড়ে  । ।    


  
তার পদ-ক্ষমতা
শিক্ষা-দীক্ষা
জ্ঞান-বুদ্ধি
প্রাপ্ত  অথবা রাষ্ট্র বা  সমাজ -
কর্তৃক অর্পিত সবকিছু
মূল্যহীন ঘোড়ার ডিম  ;
যদি সে মানুষের জন্য
তার দায়িত্ব ও কর্তব্য
সচেতন ভাবে পালন  না করে   ?  ?



যারা দায়িত্ব ও কর্তব্য পালনে
অনীহা প্রকাশ করে
ব্যর্থ হয় বা
গড়িমসি করে
অথচ কর্তৃপক্ষের দেয়া
সব রকম সুযোগ সুবিধা
করে থাকে নিরলস ভোগ
তাদের জন্য থাকবে------------
সাধারণ জনতার অন্তরের
নিরন্তর ঘৃণা  ।।  


শরীফ  নবাব  হোসেন  ।