তারিখ ঃ - 06/12/2022 ইং ।


- শরীফ নবাব হোসেন ।


ঃ  দেশ মাতা , কাব্য কথা  ঃ  ।।
( সনেট আকারে লিখার প্রয়াস )


করি পূজা দেশ মাতা তুমি নম সম
আমি হেরি চিত্ত ভরে সুশ্রী জেনে মম
ভানু , শশী , তারা – নীল অভ্রে পায় শোভা
মাটি খাঁটি শস্য ক্ষেতে প্রাণে লাগে দোলা  ! !
আম , জাম , কলা , লেবু  এর মিঠা ঘ্রাণ
জুঁই , চাঁপা ,পদ্ম ,  হেনা, গাঁদা রাখে মান
কারো চেয়ে নহে কম , জাতি রূপে সেরা
নৃত্য-গীতে , চারু-ছবি , আলো মেঘে ঘেরা ।।


খেলা-মেলা , সুখ-শান্তি মধু ভরা দেশ
মায়া ছায়া , ঝোপ-ঝাড় প্রান্তে নেই শেষ
কবি আঁকে মনে কাব্য , প্রেম দিয়ে যায়
গান , পান , পাখি , গিরি , নদে- ফুর্তি পাই !
রূপ , রস , রঙ ,  গন্ধে -   হেম এই দেশ
তোর বুকে মাটি শুঁকে , মোরা আছি বেশ  ! !


শরীফ নবাব হোসেন ।