তারিখ  ঃ -–20-02-2023  ইং  ।


দেশ  ভাষা  ও  মানুষ  ।।


একুশ - রক্ত দিয়ে
রক্তে রাঙা লাল গোলাপ
তাজা প্রাণের বিনিময়ে
গেঁথেছে ভাষার দাবীর সংলাপ   ।
মুখের ভাষা  মায়ের ভাষা
কেউ নিতে পারে না কেড়ে
দমাতে পারেনি শাসক শোষক
হাজারো বুলেট মেরে  ।।
স্বদেশের ভাষা বুকের আশা
শাশ্বত জন্মগত অধিকার
এ ভাষাতেই বলা হবে
দেশের মানুষের কথা লক্ষ বার ।
অ আ ক খ  ৎ ঔ
এসব অক্ষর আত্মার অংশ
এরা বাঙালীর জন্ম জন্মান্তরে
হীরক   খচিত মহা মূল্যবান  বংশ  ।
বিশ্ব সেরা পরশ মাখা যাদু
বাংলা ভাষা চিরন্তন মধুর
রাখবো তারে হিয়ার বন্ধনে
আমরণ ভালবাসবো প্রচুর  ! !
বাংলার প্রকৃতি চির সবুজ
বর্ণমালা তার অনন্ত সবুজ
এ দেশবাসী গভীর মমতায় বেঁধে
থাকবে অনাদিকাল অবুঝ  ।।
গণ মানুষ- বাংলার স্নেহ ধন্য সন্তান
বর্ণ ও বচন তার অবিচ্ছেদ্য প্রাণ
একটা ব্যতীত অপর টা অচল
উভয়ের একত্রে পথচলা  নিত্য প্রাণ চঞ্চল   ! !


শরীফ  নবাব   হোসেন  ।