তারিখ ঃ – ১৮-১১-২০২১ ইং , সময় – রাত – ৯-০০ টা ।


ধর্ষণ ,  ধর্ষক ,  ধর্ষিতা  ?


ধর্ষিতা  কে ?
ধর্ষিতা তো আমার –
মা, মেয়ে , বোন , ভাগ্নী , ভাইঝি , পুত্রবধূ
সে হতে পারে কী ভাবে --------
নির্মম , পাশবিক ধর্ষণের স্বীকার ?


ধর্ষকের প্রতিরোধে শ্রেষ্ঠ আদালত
মানুষের বিবেক , মনুষ্যত্ব , মানবতা
থাকতে হবে নির্যাতিতার পাশে দাঁড়ানোর সাহসিকতা ।
আমরা কোন ভাবেই পারি না বের করতে
জঘন্যতম পাপী ধর্ষক কে বাঁচানোর পন্থা !  


ধর্ষণ ধরার সর্ব নিকৃষ্ট ঘৃণিত অপরাধ
তার স্থান হাবিয়া জাহান্নামের অতলান্তে
নর পিচাশ পেরেছে কী তা জানতে ?
এ অপরাধীকে সমর্থনের কোন যুক্তি হয়নি সৃষ্টি
সুরম্য সুশীতল ধরণী মাতার প্রান্তে  ।।


নষ্ট করার পরও ধর্ষণের আলামত বা চিহ্ন
থাকে অবশিষ্ট ; সেটা বুঝতে হবে হৃদয় দিয়ে
নর পশু হলে অনুধাবন করবে কোন বিবেক নিয়ে !
পায়খানা আর পায়েসের স্বাদ যার সমান
সে কী ভাবে দেবে- মা-বোনের সম্ভ্রমের দাম  ?


ধর্ষিতা মা কে কি যায় করা প্রশ্ন
কী ভাবে ঘটেছে ধর্ষণ ?
তাতে কি হয় না নারী জাতির মর্যাদার ভুলুণ্ঠন !
আমাদের জ্ঞান-বুদ্ধি , বিবেক পারে না করতে
কুৎসিত ধর্ষকের মুখোশ উন্মোচন ?


মায়ের ইজ্জত হরণ কারীর সহযোগী বা পক্ষ নেয় যারা
তারা ইবলিশ শয়তানেরও অধম শয়তান
মানব জাতির চূড়ান্ত দুশমন !
দুনিয়াতে হবে এদের জন্য
অবজ্ঞাত কলঙ্কিত অবস্থান  ।।


কামিনী কামুকেরা সৃষ্টিকর্তার কাছেও অনন্তকাল অবিশপ্ত
তারা পাপাত্মায় আচ্ছাদিত , ঘৃণিত ও নিন্দিত
নরকীট দের  ফাঁসির মঞ্চে করাতে হবে দাঁড়
ভুলেও না পেয়ে থাকে যেন পার
ভেঙে দিতে হবে চিরতরে বিষ দাঁত আর ঘাড় ।


শরীফ নবাব হোসেন ।


( কবিতাটি আন্তঃ ধর্মীয় বন্ধু সভার ফোরামে  রচিত হয় । )