১৭/১১/২০২০ ইং , সময় – রাত – ৮ – ৫৫ মিনিট ।


দিবস  রজনীর  শপথ  আমার  । ।


কোন রূপ অসত্যের চর্চা  করবো না
পরের ক্ষতি করবো না
পর নিন্দা করবো না
পরের ঘাড়ে ছড়বো না ।


অলস আমি থাকবো না
অকাজে সামিল হবো না
অসাড় কথা বলবো না
মানুষ নামে অমানুষ হবো না ।


মন্দ কাজে সহযোগিতা করবো না  
মন্দ লোকের  সাথী বা সহযোগী হবো না
মন্দকে অকপটে মন্দ বলবো
মন্দ লোক বা কাজ কে ঘৃণা করবো ।


লোভ-লালসা করবো না
পরধন আত্মসাৎ করবো না
কারো হক নষ্ট  করবো না
অন্যায় ভাবে কিছু গ্রহণ করবো না ।


দেশের স্বার্থ রক্ষা করবো
দশের কল্যাণে কাজ করবো
বিপদে-আপদে এগিয়ে যাবো
প্রয়োজনে সাহায্য , সহযোগিতার হাত বাড়াবো ।


হিংসা-বিদ্বেষ রাখবো না
বিভেদ , বৈষম্য করবো না
মনুষ্যত্ব , মানবতা হারাবো না
সৃষ্টির সৌন্দর্য  ধ্বংস করবো না ।


আমার হৃদয় সতত অগ্রণী , বিশাল , উন্মুক্ত
চিন্তা ভাবনা মুখরিত , বিকশিত , বিভাসিত
কাজকর্ম অবিরত স্বচ্ছ , সমৃদ্ধি ও পরি মার্জিত
জীবন চলার কাম্য সড়ক মসৃণ , অনিন্দ্য , পূত-পবিত্র । ।


নিজ ধর্ম  সুকৃতি তে পালন করবো
অন্য ধর্মে  আঘাত নাহি হানবো
সু-সভ্যতা ও কৃষ্টি কে লালন করবো
অপসংস্কৃতি , কুসংস্কার কে দমন করবো ।


অপ্রাপ্তি কে দূরে ঠেলে দিব
প্রাপ্তি কে কাছে টেনে নেব
বেশী বেশী প্রত্যাশা ত্যাগ করবো
ধরণীর বাস্তবতায় নিবিড় সুখ খুঁজবো ।


সবকিছু হবে মানুষের স্বার্থে ও শুভদে
মানবের ভালোবাসা  সবকিছুর  ঊর্ধ্বে
সৃষ্টি-জগত কে ভালোবাসা , প্রভু কে ভালোবাসা
যথার্থ প্রেমের মাঝেই শান্তি-সুখের আশা ! !


শরীফ নবাব  হোসেন ।