তারিখ ঃ – ২৩-১০-২০২১ ইং , সময় – বিকাল – ৫-৩০ মিনিট ।


ডুবন্ত   দিবাকর  ।।


ডুবন্ত ভাস্কর
গাঢ় রক্তিম বৃত্ত
ছড়ায় সমাপনের আভা
নাড়া দেয় চিত্ত ।


সমস্ত আবীর দেয় বিলিয়ে
ধীরে যায় মিলিয়ে
হৃদয়ে বিরহের পরশ
সোহাগে দেয় মাখিয়ে ।


দিন ব্যাপী উজাড় করে দীপ্তি
দেহ-মনে হিল্লোলে প্রশান্তি
বিশ্ব-ভুবন রেখেছিলো লাবণ্যে মুখর
বিয়োগে তার আসে ক্লান্তি  ।


দিবাকরের মহা প্রস্থানে
ভূতলে নামে অন্ধকার
এতক্ষণ জেগেছিল ধরা
নিবিড় সৃষ্টিতে একাকার !


রবির প্রেমে ভুবন মাতাল
নিঃস্বার্থে ভরিয়ে দেয় ধরাতল
কৃতজ্ঞ তার বাহুডোরে জগত কে বাঁধে
ত্যাগের মহিমায় বীর , নিরন্তর অবিচল ।


বিদায় বেলাতে ও সে রূপ-লালিত্যে
অপরূপ উদ্ভাসিত মনোরমের দূত
নিঃশেষেও নেই তার ক্ষয়
সে তো স্রষ্টার রাজদূত  ! !


দিনমণি জৌলুসের মহানায়ক    
কর্মযজ্ঞের অনুপম বিধায়ক
সুকান্তের অনাবিল পরিচায়ক
তার অনুপস্থিতি মর্তে  বেদনাদায়ক ।


শরীফ নবাব হোসেন ।