১৮/০৩/২০১৯ ইং ,


১৮/০৩/২০১৯ ইং ,


দূ্রন্ত মেয়ে !


চুল  গুলো খোলা , এলোমেলো
হাওয়ায় দুলছে আর উড়ছে , ললনা –
প্রেমিকের পেছনে মোটর সাইকেলে বসে
দুরন্তপনা মনে চলছে ।


কখন পৌঁছে যাবে
হয়তো কোন পার্কে , নয়তো  কোন চাইনিজ রেস্তোরায়  
রঙীন আড্ডায় মেতে থাকবে
তাই তো সে উড়ে উড়ে চলছে
অশান্ত মনে অজানা আবেগে দুলছে ।  


বাতাসে তার কড়া প্রসাধনীর সুগন্ধ
পথিকের নাসায় গিয়ে লাগছে
হয়তো পথচারী ক্ষণিকের একটু
সুখের আবেশ অনুভব করছে ।


যাচ্ছে  ছুটে সে উল্কার  বেগে
মনে কত সপ্নীল ছবি এঁকে
হৃদয় খোঁজে অসীম ভালোবাসা
বাহু বন্ধনে সিক্ত আবদ্ধের প্রত্যাশা
মুক্ত  করে দিয়েছে নন্দিনীর মনের খাঁচা ।


ভাবে বসে ওই কল্পনার ডানা মেলে
রাজ কুমার আছে তার পাশে
অন্তরে অজস্র সুখের হাতছানি
হবে  সে বন্ধুর আত্মার নয়নমণি  ।


যাবার ইচ্ছা  তনয়ার দূর দিগন্ত নীলিমায়
উজাড় করে দিবে ভালোবাসা  অনন্ত আঙিনায়
প্রেমের অনুভব ঘটবে সমুদ্রের উত্তাল মোহনায়
অভিসারে মাতাল হিমেল হাওয়ায় পাহাড়ের  চূড়ায়
অনুরাগে মজিবে হৃদয় দু’জন দু’জনায় । ।


         শরীফ নবাব হোসেন  ।