তারিখ ঃ – ২১-০৯-২০২১ ইং , সময় – রাত – ১০ – ৪০ মিনিট ।


দুনিয়ার   মায়া  জালে ! !


যতক্ষণ দেহে নিঃশ্বাস
ততক্ষণ কত স্বাদ-আহ্লাদ
সবকিছুই আরাম-আয়েশের
সাজায় সুখের পরশে ।


কত পাওয়া , না পাওয়া
অনেক বেশী চাওয়া
প্রত্যাশার নেই শেষ
জাগতিক মোহে ব্যস্ত বেশ ।


কেউ কাউকে দেয় না সময়  
কারো দিকে তাকাবার নেই ফুরসত
অশ্রান্ত ছুটে চলেছে  খায়েশ মেটাতে
নিয়ম-নীতি , সত্য ধ্বংস করে আঘাতে ।


উড়ায়েছে  দিবানিশি স্বপ্নের ফানুস
চাহিদার কাছে ছিল অবুঝ মানুষ  
সোনার চাবি , সোনার হরিণ টি ছিল তার লক্ষ্য
মানব সদা মর্তের মায়াজালের মরীচিকায়  বুভুক্ষু !  


বিধির অমোঘ বিধান ---------
একদিন আসে ডাক
সমাপ্ত হয় সবকিছুর পরিমাপ
নিঃসঙ্গতার সমুদ্রে তার শূন্য হাত ।


এর পরের ঠিকানা আঁধার মাটির ঘর
সবই এখন চিরতরে পর
দিতে হবে কর্ম ফলের হিসাব-নিকাশ
কেহ নেই , কিছু নেই তার চারিপাশ  ! !


শরীফ নবাব  হোসেন ।