তারিখ ঃ – ১৮-০৬-২০২২ ইং , সময় ঃ বিকাল – ৬-০০টা ।


দুর্বলের    পাশে   দাঁড়ান  ।।


যেখানে , যখন , যাঁরা –
দুর্বল , নির্যাতিত , অসহায়
মজলুম , নিজ বসত ভূমি হারা
যুদ্ধে স্বজন হারা
শক্তিশালী দেশের আক্রমণের স্বীকার
গুলি , বোমার সেল যাদের আহার
ঘর বাড়ি বিধ্বস্ত
অধিকার বঞ্চিত
শিক্ষা , চিকিৎসা থেকে বঞ্চিত
জুটছে না দু’বেলা আহার
স্বাধীন ভূমি হয়েও পরাধীন
উচিত তাদের পাশে দাঁড়ানো  । ।



অতীব দরকার --- -
তাদের সাহায্য , সহযোগিতার হাত বাড়ানো
আর্থিক , মানষিক ও  নৈতিক সাহায্য
খাদ্যদ্রব্য , ঔষধ ও চিকিৎসা
প্রয়োজনীয় মালামাল
বাঁচার তাগিদে শিক্ষা-প্রশিক্ষণ
সামরিক সরঞ্জাম
এবং
সর্বোতভাবে প্রদান  অব্যাহত রাখা
সামরিক সাহায্য ও সহযোগিতা ।



যেমন –
ইউক্রেন , ফিলিস্তিন
ইয়েমেন , নেবানন
মিয়ানমারের  রোহিঙ্গা
অর্থাৎ----------
বসুধার যেখানে যারা দুর্বল
প্রতিনিয়ত হচ্ছে নির্যাতিত
ঘটছে মানবাধিকারের নির্মম লঙ্ঘন
অকাতরে মরছে মানব সন্তান
যারা পশু-পাখির চেয়েও অবহেলিত
তাদের পাশে দাঁড়ানো উচিত
দাঁড়ানো নিতান্তই জরুরী
সর্বশক্তি ত্যাগে সমগ্র বিশ্ববাসী   ! !  


  
এরূপ ব্যবস্থা না নিলে –
দুর্বলের উপর
সবলের আঘাত  অত্যাচার
চলতেই থাকবে
আর পরিণামে-----------
ধ্বংস হয়ে যাবে
বসুমাতার বুকের ধন
অনেক দেশ , জাতি , গোষ্ঠী ও সম্প্রদায়  ! !
এদের অস্তিত্ব
রক্ষা  করার দায়িত্ব
গোটা বিশ্ব মানবের ।।


শরীফ নবাব হোসেন ।