২৩/০৫/২০২০, সময় – দুপুর -১২ -০০ টা


ঈদের   ছড়া


(১)


ঈদের খুশি
বান এনেছে
প্রবল স্রোতে
প্রাণের ঐ নদীতে ,
সে ই  স্রোতে
বাঁধা নেই
কোন মানুষের
সাঁতার কাটিতে ।


(২)


ঈদের খুশি
ঘরে ঘরে
সবাই যেন
সবার তরে ,
ঈদের আনন্দ
নদী মহানন্দা
বলে মনের কথা
নেই দুঃখ ব্যাথা ।


(৩)


খেতে নেই মানা
আছে তাই জানা
পেট ভরে খাই
মজার খাবারে লাফায় ,
পরে নতুন কাপড়
হরষে খাই পাপড়
নিয়ে থাকে বকশিস
তার বিনিময়ে শুভাশীষ ।


(৪)


ধনী গরীব
সবাই সমান
ঈদে নেই
কোন ব্যবধান ,
যার নাই
তাকে দেয়
ভালোবেসে মানুষকে
আপন করে নেই ।


(৫)


কারো অন্তরে
কষ্ট পেলে
আল্লাহ তাতে
ক্লেশ পান ,
যদি ভেদাভেদ
রয়ে যায়
ঈদের খুশি
হবে ম্লান ।


(৬)


ধনী গরীব
বাদশা ফকির
থাকবে না কিঞ্চিত
হৃদের বৈষম্য ,
সবাই মিলবে
সবার সাথে
হবো আমরা
রবের কাছে ধন্য ।


(৭)

যদি থাকে
মানসলোকে কালিমা
এমন হতভাগা
আছে কয়জনা ,
উৎসর্গ করবে
মানবকে শুভকামনা
সু্খে থাকবে
হিয়ার ময়না । ।


শরীফ নবাব হোসেন ।