তারিখ ঃ  ১০-০৬-২০২২ ইং  ।


স্থান – হোফ  ফাউন্ডেশন  , আশুলিয়া , সাভার , ঢাকা ।।


ফেসবুক -  প্রাপ্তিতে    সুখ   না    মরীচিকা    ?


ফেসবুক ঘিরে শত প্রত্যাশা
খুলেই খোঁজে বন্ধুর আশা
ক্ষণিকে জুটে শত বন্ধু
শুরু হয় প্রেমের সিন্ধু  !



চলে ভাবের মধুর আলাপন
যেন মৌবনে ভ্রমরের গুঞ্জন
ম্যাসেঞ্জারে ভিড়ে হরেক রঙিন ম্যাসেজ
দিল খোশ বাবুর , দর্শনে ঐ পেজ ।


বুকে  জাগে নানা রঙীন স্বপ্ন
কিছুক্ষণ রসে মজে থাকে মগ্ন
হৃদ সাগরে মেলা বান্ধব নড়েচড়ে
মনা কারে থুইয়া কারে ধরে   ! !


ফেসবুক অন করলে পরে  
দুনিয়ার কথা মনে নাহি পড়ে  
এর মাঝে অঢেল সময় থাকে বিভোর
রাত কেটে হয় অশান্ত সুরের ভোর ।।


ক্লান্তিতে এক সময় আসে ঘুম
চতুর পাশে কপোতীরা জমায় ধুম
অসার অর্থহীন মোহে দিবস-রজনী কেটে যায়
আসল সুখ অধরা থেকে যায়  !


একটা সময় কাউকে কাছে না পায়
মন পাগলা হাবুডুবু তে সাতরায় হতাশায়
স্বপ্নরা সব অদৃশ্যে  যায় পালিয়ে
হৃদয়ে অতৃপ্তিতে  তুষের আগুন জ্বালিয়ে ।


জীবনে বাজে এখন ওর সারে বারো টা
গো-বেচারার জুটে না একটি ও পরোটা
একটা সময় ফেসবুক নামের ঐ ট্রেন টি যায় থেমে
জীবন-যৌবন বাঁধা পড়ে মূল্যহীন ফ্রেমে ?


তাইতো মরীচিকা পেছনে কেহ না ছুটি  
বাস্তব জীবনে সত্যিকার কর্মের সন্ধান খুঁজি
তাহলে নিজের ভুবন টা হবে না অর্থহীন
কর্মময় সুরম্য ভবিষ্যত গড়বো দ্ব্যর্থহীন  ।।


শরীফ নবাব হোসেন ।