৩০/১১/২০১৯ ইং, রাত-৮-০৮ টা


ফুল ও শিশুর ছড়া


ফুল- ০১


ফুল হাসে, সুবাস ছড়ায়
ঝরে পড়লে, মাটিতে গড়ায়
ফুলের সৌরভ, পৃথিবীর গৌরব
ফুলের সৌন্দর্য, রুপের মাধূর্য  
ফুল ফুটে, আনন্দ  জুটে
ফুলের মায়া, ছাড়ে না জায়া
ফুলের রঙ, জাগায় মন
পাখির গান, ফুলের বাগান
ফুল ঝরা আগুন, হৃদয়ে ফাগুন
ফুলের ঘ্রাণ মিষ্টি, কাড়ে সবার দৃষ্টি
ফুলের পাপড়ি, ভালবাসার ঝুঁপড়ি
ফুলের কৃষ্টি, অপূর্ব  সৃষিট ।


শিশু -০২
  
শিশুর মিষ্টি হাসি,হৃদয়ে বাজায় বাঁশি
শিশুর কান্না, আর না-আর না
শিশুর কথা, সরে যায় ব্যথা
শিশুর মায়া, ভুলে না জায়া
শিশুর বায়না, ফিরানো  যায় না
শিশুর অধিকার, দিতে হবে সবার
শিশুর আদর, সবার কাছে সমাদর
শিশুর মনমরা, আমাদের পাগলপারা
শিশুর উৎফুল্ল, আমরা হই প্রফুল্ল
শিশুর খেলা, আনন্দের মেলা
শিশুর বিকাশ, উম্মুক্ত আকাশ
ফুল ও শিশুর, ভালবাসা মধুর
ফুল ও শিশুর, পরশ টুকুন যাদুর ।


শরীফ নবাব হোসেন,  স্যাম্ব, মিরবাড়ী, দেওয়ানহাট  ।