তারিখ  ঃ – 26/12/2022  ইং


  ঃ  গাঁয়ের   আমেজ  ঃ  ।।


সবুজ গাছের সরু শাখায় অজস্র রাঙা ফুল
শিশু-কিশোর রা খায় উচ্ছ্বাসের হরষে দোল
নীল নীলিমায় উড়ে পাখি
প্রকৃতির সুরভি অঙ্গে মাখি
হেরিয়া চিত্ত বসন্তের ছন্দে হয় আকুল  ।।


গাঁয়ের খাল , বিল , মেঠো , পথ , ধানক্ষেত  
সবই অকৃত্রিম বন্ধুত্বের রেশ
পুকুর-ডোবা , ঝোপঝাড় , বাঁশ ঝাড় , বেত বন
সেখানে হরেক পাখির ডাক ও কূজন
নগরের জঞ্জালে কোথায় মিলবে প্রকৃতি এমন  ? ?


শরীফ  নবাব  হোসেন  ।