২৬/১২/২০২০ ইং , সময় – রাত – ৯-০০ টা ।


ঘুমে  বিভোর , ম্লান  ভোর  !


ভোরে মুয়াজ্জীন সুললিত কণ্ঠে  আযান হাঁকে
কাকের ঝাঁক কা কা ডাকে ,
মুসল্লীগণ ছুটে পূত মনে মসজিদের পানে
মানুষ জীবন সাজানোর প্রত্যাশায় হাঁটে জীবিকার টানে ,
পাখিরা করে প্রাণ চঞ্চল কলরব
মোরগ ডাকাডাকি তে শান্ত প্রকৃতি থাকে সরব ।


         ঝলমলে প্রত্যুষে -
কুকুর ধ্বনিত করে ঘেউ ঘেউ
নদীর স্বচ্ছ বারুণে খেলে ঢেউ ,
নির্মল মরুৎ বহে ঝির ঝির
খেজুর রসের মিষ্টি  সুবাসে চিত্তপটে বিড় বিড় ,
হিয়ার উচ্ছ্বাসে কৃষাণ যায় মাঠে
মনোহারী পসরা মাথায় কেউ ছুটে হাটে আর ঘাটে ।


                ঊষার লগনে -
পাল তুলে মাঝির গানে নৌকা ভাসে নদীতে
হংস-মিথুন ভেসে বেড়ায় দীঘি তে ,
রঞ্জিত-বিশদ শাপলা ফোটে পুকুরে
অজস্র নব স্বপ্ন জাগে মনের মুকুরে ,
শুভ্র নীরদের ভেলা ভাসে আকাশে
স্নিগ্ধ ফুলের সুরভি মুখরিত বাতাসে ,
সবুজ বাংলার ঘাসে শিশির হাসে
ঊষার উজল বিশুদ্ধ প্রকৃতি হৃদয় দোলায় নিমেষে ।


             আলোকিত সকালের -
  এমন সুদৃশ্য বিভাসিত সৌম্য পরিবেশে
ঘুমের ঘোরে কাটিয়ে দেয় অনেকে অলস আবেশে ,
তারা উপভোগ করতে পারে না
প্রভাত নিসর্গের অপরূপ লাবণ্যময় সৌন্দর্য ,
ম্লানে পর্যবসিত হয় জীবনের
আনন্দ-উল্লাস , আশা-আকাঙ্ক্ষা ও আবির্ভাবের  আতিশয্য !