তারিখ ঃ – ১২-০২-২০২২ ইং , সময় – ১০-৩০ মিনিট ।


জ্ঞানের   শূন্যতায়  ? ?


জ্ঞানের শূন্যতায়
জীবন জৌলুস হারায়
বিদ্যার কমতি
হয় না সুমতি
শিক্ষা বিহনে
নেই কোন গতি
পড়ালেখা হীনতায়
অপূর্ণতা থেকে যায় ।


বিদ্যা শিক্ষায় গলদ
এক রকম হালের বলদ
পাঠে অমনোযোগী
সম কালের নহে উপযোগী
শিক্ষা-দীক্ষার অভাব
শালীনতা বর্জিত স্বভাব
শিক্ষা হীনতা মানবের
জীবন মূল্যহীন দানবের ।  


জ্ঞানাভ্যাস হ্রাস
অকাজে বাস
অশিক্ষার কারণ
মানবেতর জীবন যাপন
জ্ঞান-শিক্ষা অনুপস্থিত
সারা অঙ্গে ঢেলেছে বিষ
বিবেক , বুদ্ধি-প্রজ্ঞা হরণ
অন্ধকারে মরণ
ধী-মেধা-শিখনের জানালা বন্ধ
জগৎ ময় অন্ধকারে  আচ্ছন্ন ।


দেহের কদর নিজের কাছে
জ্ঞানের সমাদর ভুবন জুড়ে
জনপদের সরণি সংক্ষিপ্ত
শিক্ষার পথ অসীম
খাবারের স্বাদ ক্ষণিক
পাণ্ডিত্যের তৃপ্তি অপরিসীম
ধন-সম্পদের স্থায়ীত্ব অল্প সময়
বোধশক্তি-প্রজ্ঞার ক্ষমতা অবারিত প্রলয়
আত্মীয়-স্বজন প্রত্যহ
থাকে না কাছে , পাশে  
জ্ঞান-বিদ্যাশিক্ষার রশ্মি
জ্যোতির্ময় করে রাখে জীবনকে  ! !  


শরীফ নবাব হোসেন /