১৪/০৭/২০২০ ইং , সময় – রাত – ৮ – ০০ টা


জ্ঞানের  তাৎপর্য  !


জ্ঞান অসীম আত্মার শক্তি
এর মাঝে পরম মুক্তি  ।
তাকে অবিরত করো ভক্তি
এর মর্মে পাবে সাধ্য মতো তর্ক-যুক্তি  ।
জ্ঞান তাড়িত হয়ে চললে
ভবে আসবে স্বর্গ-শান্তি ।
জ্ঞান ই অতিশয় নিত্য নিসর্গ  
তাতেই মিলবে জীবনের পবিত্র অর্ঘ  ।


পাণ্ডিত্য আনে সুন্দরতম সৃষ্টি
রচিত হয় নব নব সভ্যতার কৃষ্টি ।
বোধ ই পারে ধ্বংস করতে
ধরণীর যত অসভ্যতা ও অনাসৃষ্টি ।
বুদ্ধির মোহনীয় কারুকাজ সফল বিস্ময়
এ  ছড়ায় শান্তি ও সুখের  ছায়া বিশ্বময় ।  
শিক্ষা নিরালোকের কালিমা হটায় দূর
হৃদয়ে সৃজে বিকশিত জাগরণের সুর ।


সন্ধান করো অবারিত সু জ্ঞান
কালের বিভীষিকা থেকে পাবে পরিত্রাণ
চেতনায় গঠন করে সভ্য সমাজ
তা দিয়ে রুখতে  হবে কলুষিতা আজ ।
জ্ঞান ময়ূখে ভরে হৃদয়
এতে লভে মূল্যবোধের  বোধদোয় ।
শিক্ষণ জাগায় মানুষের মনুষ্যত্ব
চর্চায়  বিলুপ্তি  হয় অন্তরের পশুত্ব  ।


জ্ঞানের ধ্যানে প্রসূ্নতায় ভরে চরিত্র
সে চারিত্রিক গুণে কর্ম হয় পবিত্র ।
সু অনুভূতি   ঠেকায়  পাপ-পঙ্খিলের ব্যাপ্তি
ঘটায় শর্বর রাজ্যের  পরিসমাপ্তি ।
সু ধারণা সু কর্মের অক্ষয় মূলমন্ত্র
নিপাত যায় অসৎ কর্মের  হৃদ-যন্ত্র  ।
চেতনায় জেগে উঠে মানব আত্মা
অমানিশায় তলিয়ে যায় পাপাত্মা  ।


সু জ্ঞান শুভ পরিবর্তনের  মিরাকল
এটা সামাজিক নিরাপত্তার দৃঢ় মনোবল।
চৈতন্য-বোধে চারু-কলায় সুশোভিত থাকে মানবতা
এর লালন , পালন ও  চর্চায় বাড়ে মানবিক ক্ষমতা । ।


পূণ্য জ্ঞানে স্রষ্টার সাথে মিলে ভাব
সে মতে ইহকাল গোছালে  গুণাহ হয় মাফ !  


( আমার আজকের ক্ষুদ্র নিবেদন খানি অতি প্রিয় সম্মানিত কবি  গোপাল চন্দ্র সরকারের  “ জ্ঞান তার মান “  কবিতায় উদ্বুদ্ধ হয়ে মন্তব্য কলামে লিখা হয় ।
তাই আজকের কবিতাটি অনেক শ্রদ্ধেয় কবি গোপাল দা কে উৎসর্গ  কলাম । । )


শরীফ নবাব হোসেন স্যাম্ব , মীরবাড়ি , দেওয়ানহাট , চট্টগ্রাম ।