তারিখ ঃ – ১৩-০৫-২০২২  ইং , সময় ঃ দুপুর – ১২-০০ টা ।



গণিত   ও   ইসলাম  ।।



গণিতে –
যোগ , বিয়োগ , গুণ , ভাগ
সংখ্যা , নামতা , ভগ্নাংশ
বীজ গণিতের সূত্র
পাটি গণিতের তত্ত্ব ও নিয়ম-কানুন
হিসাব নিকাশের ধারা
সবকিছু ধ্রুব , অপরিবর্তিত
চিরন্তন সত্য ও স্থিতিশীল ।


এসব নিয়ম অবিনাশী
যুগ , কাল , শতাব্দী তে
সৃষ্টি থকে অনাদিকাল
গণিতের বিষয় সমূহ
ঠিক একই রকমের ব্যবহার ও প্রয়োগ ।।


ইসলামে ও অবশ্য পালনীয়
নিষিদ্ধ বা বর্জনীয়
হারাম-হালাল
মানবের জন্য কল্যাণকর ও অকল্যাণকর  
এসব চর্চা  বা অনুশীলন গুলো
পরিষ্কার ভাবে নির্ধারিত
ফয়সালার দিক নির্দেশনা চূড়ান্ত ।


ইসলামে সম্পূর্ণ রূপে নিষিদ্ধ -  
যেমন মাদক সেবন , সুদ , ঘুষ , দুর্নীতি
হত্যা , রাহাজানি , লুঠপাট , অবৈধ দখল
বেপর্দা ,  ধর্ষণ , পরের হক নষ্ট , আমানত খেয়ানত
প্রাপ্য না দেয়া , জুলুম-নির্যাতন , গীবত
মজুতদারি , কালোবাজারী , পণ্য-সামগ্রীর
কৃত্রিম সংকট তৈরি করে মূল্য বৃদ্ধি  
এসব গর্হিত কর্মকাণ্ড
পরিপূর্ণভাবে হারাম বা নিষেধ ।



এ অনৈতিক অনুশীলন গুলোকে
কেহ আর কোন ভাবেই
বৈধ বা জায়েজ আছে , পারবে না বলতে ।
সুতরাং , পবিত্র কোরআন ও হাদীসের আলোকে
ইসলামে যা যা নিষিদ্ধ , তা নিষিদ্ধ ই
কোন কিছুর বিনিময়ে এসব কে
দিতে পারবে না বৈধতা ।


যদি আমরা –
ইসলামে অবশ্যই করণীয় ও বর্জনীয় গুলো
মানি , লালন- পালন করি  ;  তা হলে
সমাজে শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা
অনিবার্য ভাবে আসবে ফিরে  ! !


শরীফ  নবাব হোসেন ।