১৭/০১/২০২০, সময় – ৩-৪০ মিনিট  


    
হ কা র !


এরা ভ্রাম্যমান হকার !
থাকে না কখনো বেকার
নানা রকম পণ্য রাখে
দেখে শুনে কিনে থাকে
যার যা দরকার আছে
তা পায় হাতের কাছে
এরা রকমারি  সামগ্রী
পৌঁছে দেয় আনাছে কানাছে ।
পথিকেরা সহজে কিনতে পেরে
হয়ে যায় ধন্য
দামে কিছুটা সস্তা
জিনিসটা না হোক  অননন্য ।


হাঁকাহাঁকি ডাকাডাকি দিয়ে
অলি-গলি জুড়ে রাখে মাতিয়ে
অলিতে গলিতে
পার্কের সামনে
মার্কেট বা বাজারের ফাঁকে ফুকে
তারা বসে বা হেঁটে হেঁটে
সু্রে সু্রে ডেকে ডেকে
পণ্য করে বিনিকিনি
তাদেরকে কেহ
চিনি বা না-ই চিনি ।


দেখে দেখে কিনুন
বেছে বেছে কিনুন
না কিনলে পস্তাবেন
তখন ঘুরে আবার আসবেন
দামে সস্তা, মানে ভালো
যদিও মানুষটা আমি কাল
এভাবে করে নানা রকম আকর্ষণ
বিক্রয় করে হরদম
ঝুড়ির পণ্য শেষ
বিক্রি শেষ
পকেট  ভরে শেষমেষ
বাড়ি ফিরে অবশেষ ।
এভাবে জীবন কাটে
দিন যায় দিন আসে
নির্দিষ্ট  কোন ঠিকানা নাই
যেখানে স্থান পায়
সেখানে পসরা সাজায়
বেশী কিছু আর নাহি চাই !


হ কা র ----------
হ – হরেক রকম পসরা আছে তার
অভিনব কৌশলে মন কাড়ে সবার
আজকে দিনের বেচা-বিক্রি সাবার
আগামীকাল ভোরে  মাথায় ঝুড়ি উঠবে আবার ।
কা – কার আগে কে ক্রেতা টানবে
তার লাগে প্রতিযোগীতা
কারো দিকে নেই সময় তাকাবার
কত বিক্রিতে কত লাভ হিসেব করে বারবার ।
র – রং করে সং সাজে
যায় মানুষের মাজে
সারাদিনে পণ্য বিলিয়ে
ক্লান্ত দেহে সংসারেতে যায় মিলিয়ে ।


শরীফ নবাব হোসেন  ।