০১/১২/২০২০ ইং , সময় – ২-০০ টা ।


হালদার  পাড়ের  কাশবন  । ।


সবুজ সবুজ কাশবন
চিকন লম্বা তার দেহ
তাকিয়ে দেখে না তাকে
নেই এমন কেহ !


বাতাসে করে দোলা দুলি
লাগে বেশ চমৎকার !
বাসনা জাগে করি খোলাখুলি
নদী পাড়ের ঐ সে রূপ কার ।


মাথায় তার শ্বেত থোকা ফুল
মনকে অবারিত করে আকুল
আছে দাঁড়িয়ে সারি সারি
ছড়িয়ে দিয়েছে রূপের মাধুরী ।


যখন কাশফুল পরিপূর্ণ ফোটে
পাখির পালকের সৌন্দর্য  জুটে
তুষার শুভ্রতায় সে সাজ
ধরায় নেমেছে সিত মেঘের আকাশ !


কাশফুলের স্বরূপ যাদু
হালদার পাড় কে করেছে মোহনীয়
না দেখলে বুঝবে না
কত সুদৃশ্য সে অতুলনীয় !


কাশবন নদী তটের প্রাকৃতিক শোভা
পথিক কে অভিবাদন করছে সদা
আপন মনে উঠেছে বেড়ে
প্রকৃতির সুরক্ষায় জাগ্রত কূ্লের উপরে ।।


বসত যদি করতে পারতাম
পুষ্প-পল্লবিত কাশবনের সনে
হালদার সাথে হতো নিত্য দেখা
প্রশান্তি পেতাম প্রাণে-মনে ।


পঙ্খী যদি হতেম আমি
উড়ে বেড়াতাম কাশফুলে
মৎস্য রুপে জন্মিলে ভবে
ভাসিতাম হালদা নদীর জলে ।।


শরীফ নবাব  হোসেন ।