তারিখ ঃ – ২২-০২-২০২২ ইং , সময় – সন্ধ্যা – ৬-৫০ মিনিট ।


হাতের   মুঠোয়   বিশ্ব  ! !


( ১ )
দু’হাতে  টিপাটিপি  
কোন দিকে নেই হুশ
তার উপর ই দু’টো চোখ
এরই মাঝে বেহুঁশ !


( ২ )  
আলাপনের নেই শেষ
সময় যায় কেটে
আপন কাজ পরে থাকে
মরীচিকার পেছনে ছুটে ।


( ৩ )
তিন চারটা রিং এক সাথে
কোনটা রেখে কোনটা ধরে
রকমারি কথোপকথনে মজে
বেদিশায় হুচুট খেয়ে পড়ে ।


( ৪ )
তারই ভেতর বেশী ব্যস্ত
নষ্ট করছে সময় কেষ্ট
কিছুক্ষণ কাটায় মহানন্দে
তার কাছে লাগে বেশ তো  ! !


( ৫ )    
হাঁটতে-বসতে , গাড়িতে-বাড়িতে
আচার-অনুষ্ঠানে সবখানে
তাকেই নিয়ে মশগুল
বাধায় হট্টগোল , খাওয়ায় গোল ।


( ৬ )
যোগাযোগ ও জরুরী বার্তা প্রেরণে
এটা খুবই কার্যকরী
সামাজিক সম্পর্ক রক্ষায়
হতে পারে উপকারী ।


( ৭ )
যদি হয় এর ফলপ্রসূ  ব্যবহার
ইতিবাচক চিন্তা-ভাবনায় প্রতিকার
সারা মর্ত মুঠোয় তার
মেটায় প্রয়োজন , যার যা দরকার ।।


( ৮ )
এতক্ষণ যার কথা হলো বলা
তার নিবাস হাতের মুঠোয়
বিধি-রীতির গুণে এর ঘটতে পারে
ভাল-মন্দ , লাভ-ক্ষতি দু’টো ই !  


শরীফ নবাব হোসেন ।