তারিখ ঃ -–13/12/2022 ইং ।


শরীফ নবাব হোসেন ।


হিরন্ময়  বিজয়ের  প্রতীক্ষায়  ! !


কেহ হারে কেহ জিতে
কারো মুখে হাসি ফোটে
হারের কারণে বিদায় ক্ষণে
বিপুল ভক্তের --------
প্রাণের কোণে অসীম দুঃখ জুটে ।


এক দলের হার , অন্য দলের জিত
খেলার মাঠে মরণপণ লড়াই করে ঠিক
এভাবে উঠেছে আজ শেষ আচারে
এসব দলের উল্লাস নাহি ধরে  ! !


চারের পাড়ে আসতে গলদ ঘর্ম
খেলার মাঠে ছুড়েছে তারা তীর-বল্লম, বর্ম
জেতার লক্ষ্যে এঁটেছে নিত্য-নতুন রণ কৌশল
এমন কর্মযজ্ঞ , নাটক, উত্তেজনা জগতে বিরল  !


মহা আয়োজনে সেমি ফাইনাল হচ্ছে আরম্ভ
অনন্ত ভাবনায়-দোলায় দলের প্রত্যেকেই মগ্ন
এতে জড়িত মান-মর্যাদা, জীবন-মরণের সন্ধিক্ষণ
করেছে দৃঢ় প্রত্যয়ে ফাইনালে যাবার পণ ।।


সেমি ফাইনাল সম্মুখ সমর প্রতিযোগিতা মহীর দ্বার প্রান্তে
ঐ দেশের প্রতিটা মানুষ ফাইনালের স্বপ্নে বিভোর হৃদয়ান্তে
কে সবল , কে দুর্বল- যাবে না বলা আগে
সুনিপুণ শৈলির ছাপ রেখে এসেছে এরা অগ্র ভাগে ।।


রাত ঝি ঝির ডাকে জোনাকির রাঙা আলোয় নিঝুম
খেলার উন্মত্ত তায় মাঠে পড়েছে ধুম
হারাম হয়ে গেছে অক্ষির মধুর ঘুম
জয়ে জুটবে গলে-ভালে , বন-বনানীর অযুত কুসুম ।


সমগ্র বসুধাকে  চারুতার ভেল্কি র তাক লাগিয়ে
সেরা দের সেরা দক্ষতার চমক দেখিয়ে
কোটি জনতাকে উৎফুল্লতায় ভাসিয়ে
উঠবে দু’টি দল চূড়ান্ত শিখরে; খেলার মাঠ কাঁপিয়ে ! !


শরীফ   নবাব হোসেন ।