তারিখ ঃ – ২১-১২-২০২১ ইং , সময় – সন্ধ্যা – ৬-০০ টা ।


হলুদ   রাঙা   নন্দিনী  ।।


মাঠের রাজকন্যা  
হলুদ  নন্দিনী
পারিজাতের কারু তে
করে বন্দিনী !


সরিষা ফুল
মাথা দোলায়
মন ভুলায়
রঙ ছড়ায় ।


সারা মাঠ
হলুদের  বাহার
বাতাসে দোলে
প্রকৃতির কোলে ।  


এমন মনোহর
আছে কোথায়  ?
রাজিকা ফুল
রয়েছে যেথায় ।।


প্রাণ জুড়ায়
হাত বাড়ায়
কুসুমের রূপ-গন্ধে
হৃদয় নাড়ায় ।


পুষ্পের সাথে
সবুজ শস্য গোটা
সাজিয়ে রয়েছে
ফোটা ফোটা ।


সারি সারি
সরিষপ গাছ
হলুদ বরণে
রমণীয় সাজ !


সরিষা ফুল
মাঠের রাণী
ভাবুক হৃদের
নয়ন মণি ।


এ ফুলের শোভা
কমনীয় , মোহনীয়
লোভনীয় সৌরভ
ক্ষেতের গৌরব ।


বিস্তৃত প্রান্তরের
সে স্বপ্নের দুলালী
তার প্রতি  দৃক্‌পাতে
মনটা যে হেয়ালী ।


সরিষা তৈলের ঝাঁঝ
নাকে মুখে জাগে স্বাদ
সৃষ্টিকর্তার অমৃত সুধা
খাঁটি খাবারের আহ্লাদ  ।।


শরীফ নবাব হোসেন ।