০৫/০৫/২০২০, সময় – সকাল – ৯-০০ টা


হতে     পারিনি   কেন   ?


আমি, আমরা, মানবজাতি
হতে পারিনি কেন ?
সমুদ্রের  মতো বিশাল
যার বুকে ধরার  সমস্ত কর্মযজ্ঞের ভার
পেটে তার সামুদ্রিক প্রাণি, হী্রা, মণিমুক্তা,
জহরত ও সম্পদের পাহাড় ,
সৈকতের মতো প্রশস্ত, নিরন্তর পুলকিত ।


আমরা হতে পারিনি  কেন ?
আকাশের মতো উম্মুক্ত, বিস্তৃত,
সূর্যের  মতো তেজী যে
আলোকিত করছে বিশ্বব্যাপী,
চাঁদের মতো স্নিগ্ধ, কমনী,
মেঘের মতো সুশীতল, সু্পেয়, বারিদাতা,
ঝর্ণার  মতো সুন্দর, সতত বহমান  ।


আমরা হতে পারিনি কেন ?
ফুলের মতো সুবাশিত ও মঞ্জু্লে ভরা মোহনীয়
দুর্বাঘাসের মতো কোমল ও কমনীয়,
বিহগের  মতো নির্মল, কোলাহল
প্রকৃতির সুন্দরের প্রতীক,
পশুর মতো বাকহীন অথচ
ত্যাগে মহীয়ান ও কর্মচঞ্চল,
বৃক্ষের মতো নীরব ত্যাগী
ফুল, ফল কাঠ ও ছায়া দানকারী ।

আমরা হতে পারিনি কেন ?
পুষ্করের মতো সাফ-পরিস্কার ও পবিত্রতাকারী
অনাদিকাল হতে সে  মানসলোকের  তৃষ্ণা নিবারনকারী ,
পাবকের মতো অশান্তের মাঝে কর্মসম্পাদনকারী,
পাহাড়ের  মতো শান্ত, নিসর্গে বিমূঢ়, সৌম্য ও নীরব,
বাতাসের মতো অদৃশ্য স্পর্শে যার  
অনুভূতিতে সাড়া জাগায় প্রাণে,
দিগন্তের মতো অন্তহীন মায়াবী কাছে টানা
যাকে ভালোবাসতে নেই কারো মানা !


আমরা এদের মতো, বাস্তবে হতে না পারলেও
অনুভবে, আবহে, সত্তায়, জাগরণে
অনুকরণে প্রাণস্পন্দনে চিত্তপটে
তাদের মতো হতে পারতাম নয় কী  ! !
আমরা এমন তো হতে পারিনি ?


আমরা বা মানবজাতি হয়েছি –
সবকিছুকে ছাড়িয়ে
অবারিত দু’হাত বাড়িয়ে
বসুমাতাকে দু’পায়ে মাড়িয়ে
কামনা-বাসনা চরিতার্থে
ভোগ বিলাসে মত্ত, শুধু হীনমনে বলীয়ান,
মনুষ্যত্ব, মানবতাকে কবর দিয়ে হয়েছি চির মহীয়ান ।


শরীফ নবাব হোসেন, স্যাম্ব, মীরবাড়ি, দেওয়ানহাট, চট্টগ্রাম ।