২৮/০৪ ২০২০, সময় – সকাল – ১০-০০টা


ইফতারির  ফযিলত


সারাদিন  রোজা  রাখি
ইফতারি সামনে নিয়ে বসে থাকি
খেতে ইচ্ছে  হয়
খায় না কেহ, শুধু আল্লাহর ভয় ।


যখন আজান হয়
খাওয়া তখন  শুরু হয়
ইফতারিতে পায় পবিত্র আনন্দ ও  সু্খ
এর জন্য রোজাদার থাকে উন্মুখ  ।


রোজা রাখা ফরজ
ইহা যথা সময়ে  ভাঙা  সুন্নত
তাই সূর্যাস্তের  সাথে সাথে ভাই
হাদীসে বলে ইফতারিতে দেরী করতে নাই ।


ইফতারি নিজে করলে যত ছওয়াব
আরেক রোজাদারকে করালে সমান  ছওয়াব
সিয়ামকারীর ইফতারি দেখে আল্লাহ হন খুশী
তাই গরীব-মিসকিনদের  ইফতারি করান বেশী বেশী  ।


ইফতারি শুরু করা সুন্নত, পানি ও খেজুর দিয়ে
দিনের ক্লান্তি  মিটে আত্মার প্রফুল্লতা নিয়ে
সারাদিন পানাহার বন্ধ থাকে মহান রবের ভয়ে
ইফতারির মাধ্যমে সমাপ্তি ঘটে, হিয়ার অসীম পূণ্যতা লয়ে ।


হাদীসে আছে, কেহ রোজাদারকে পানি করাবে পান
আল্লাহ পাক তাঁকে হাউজে কাউছারের পানি করবেন দান
ইফতারের সময় আল্লাহ স্বরণ কর বেশী
এ সময় দোয়া কবুল  হয় অতি ।


শরীফ নবাব হোসেন , স্যাম্ব, মীরবাড়ি, দেওয়ানহাট, চট্টগ্রাম  ।