০৯/০৮/২০২০ ইং , সময় – সন্ধ্যা – ৬ – ০০টা


ইসলাম ও স্বাস্থ্য বিজ্ঞান  ।।


দৈনিক পাঁচ বেলা নামাজ
অজু করা হয় পাঁচ বার
এতে হাত , পা , মুখ সহজেই পরিষ্কার হয় সবার ।


যদি অজুতে  হয় পাঁচ বার মিসওয়াক  
দাঁত সুস্থ  ও মজবুত রাখতে সহায়ক
এ কাজটা রসূলের সুন্নত ।


ইবাদতের পূর্ব  শর্ত  পবিত্রতা
গোসলের মাধ্যমে শরীর হয় পবিত্র
তাতেই সারা শরীরে  আসে পরিচ্ছন্নতা ।


ইবাদতের জন্য আবশ্যকীয় প্রয়োজন
শরীর , পোশাক ও জায়গা পাক
পরিচ্ছন্নতার এসব স্বাস্থ্য সুরক্ষার বেলায় ও বিবেচ্য কাজ ।


শরীর ও কাপড়ের কোন অংশে জড়ালে মল , মূত্র ও ময়লা
ইবাদতের জন্য করণীয় তা ধুয়ে করা পরিষ্কার
স্বাস্থ্য বিধি ও বলে একই কথা বার বার ।


ফজরের নামাজ পড়া হয় যদি
সুবেহ সাদিকের সময় ঘুম থেকে উঠা
ভোরের  নির্মল , বিশুদ্ধ  বাতাস পেয়ে থাকি নিরবধি ।


প্রত্যেক ওয়াক্ত  নামাজে মসজিদে যাওয়া-আসা
নামাজ আদায়ে অঙ্গ-প্রত্যঙ্গ সব নড়াচড়া
এ কাজ সমূহ উৎকৃষ্ট  ব্যায়াম ।


বছরে এগার মাস দিনরাত পানাহার    
এক মাস সিয়াম সাধনায়  সূবেহ সাদিক থেকে  সূর্যাস্ত অব্দি উপবাস
ইহা স্বাস্থ্য বিধি মতে খুবই  উপকারী ।


খাবার সময় উনো খাওয়া
বেশী খাবার না খাওয়া  
এটা রসূ্লের সুন্নত ও স্বাস্থ্য সম্মত ।


আমরা বুঝলাম ইসলামের পালনীয় ও অনুসরণীয় বিধি বিধান  
পুরোপুরি  স্বাস্থ্য সম্মত ও বিজ্ঞান সম্মত
এ সব চর্চার  গুরুত্ব  সকল  ক্ষেত্রে  সমান  । ।


শরীফ নবাব হোসেন  ।