তারিখ ঃ -২৭-০৩-২০২২ ইং , সময় ঃ রাত – ৭-০০ টা ।


ইসলামের    নিষেধ   গুলো   বাস্তবিকই   ক্ষতিকর  ?
পর্ব-০২ ।


অতি ভোগ , অতি লোভ
দূর হবে আপন সুখ
মাতা-পিতার অবাধ্য
শান্তি দেবে কার সাধ্য ?
যৌতুক দেয়া নেয়া
সংসারের শান্তি বিনষ্ট হওয়া
সৎ , মূল্যবোধ , নৈতিক ও ধর্মীয় জ্ঞানের অভাব
পড়বে অসৎ কাজের প্রভাব    
বিবেক আর মূল্যবোধের ঘাটতি
হীন-অমানুষ রূপে জীবনের পরিসমাপ্তি ।


দম্ভ , অহমিকা , অহংকার
আল্লাহ ই একমাত্র মালিক তার
রক্ত ও আত্মীয়তার সম্পর্ক করা ছিন্ন
জাহান্নামের সাথে সম্পর্ক তার অভিন্ন
আমানত করা খেয়ানত
বেচে নিল পাপের পথ
অপচয় কারী শয়তানের ভাই
নিঃস্ব হতে তার বিলম্ব নাই
প্রবঞ্চনার আশ্রয়ে পায় আত্মতৃপ্তি
অন্তরে নেই তার সত্যের দীপ্তি ।



নিষ্ঠুরতার পরিণাম ভয়াবহ
তাকে বাঁচাতে পারে না কেহ
খুন , রাহাজানি মস্ত বড় পাপ
চিরদিন ভোগ করবে দোযকের আযাব
অর্থাৎ- ইসলামে যা যা নিষিদ্ধ
তা চর্চায় মানব জীবন হবে না পরিশুদ্ধ
তাতে ইহকাল ও পরকালে
আছে অশান্তি , কঠিন শাস্তি
তাই এসব দৈন্য স্বভাব , কু চিন্তা , কু কর্ম
ত্যাগে নিজ জীবন না গড়লে , না সাজালে
সরল সঠিক নির্মল পথের সন্ধান না করলে
সমাজ জীবনে প্রস্ফুটিত হবে না সুখের প্রশান্তি  ! !


শরীফ নবাব  হোসেন ।