তারিখ ঃ – ২৭-০২-২০২২ ইং , সময় – বিকাল – ৩-৪০ মিনিট ।


যা   বাস্তব  সত্য


( ১ )


শুভ চিন্তা
থেকে
শুভ কর্ম
এর থেকে
আসে প্রশান্তি
এর পর
দূর হয় অশান্তি ।


( ২ )


পুণ্য কর্ম
পালনে ধর্ম
আচার-ব্যবহারে নম্র
শুভ্র জ্ঞান
জীবনের বর্ম ।


(  ৩ )


কাজ-কর্মে
ধীর স্থির
চলাফেরায়
সাবধানে মনস্থির
পড়া লেখায় ধ্যান
মন প্রাণ ।


( ৪ )


সর্বাবস্থায় কৃতজ্ঞতা প্রকাশ -
সৃষ্টিকর্তার  প্রতি
মাতৃভূমির প্রতি
মা-বাবার প্রতি
রিজিক যোগাড়ে
কর্মের প্রতি ।


( ৫ )


আন্তরিকতা ও আনুগত্য প্রকাশ
অটুট থাকবে –
মহান প্রভু
জন্মভূমি
মাতা-পিতা
শিক্ষক ও বিদ্যাপীঠ
স্ব কর্মস্থল ।  
      
( ৬ )


যেখানে নেই -----------
স্বচ্ছতা , জবাবদিহীতা ও গণতন্ত্র
       তা অসুন্দর
পরিবেশে অসুস্থ
সেটা অমঙ্গল জনক  
সর্ব দিক ক্ষতিকর
ও সম্পূর্ণ অমানবিক ।  


শরীফ নবাব হোসেন ।