তারিখ  ঃ -  05 /04/2023   ইং  ।

যাকাত  ঃ   একটি  কল্যাণময়   ইসলামী   অর্থনীতি  ।।


আল্লাহ তায়ালা যাকাত আদায়কে করেছেন ফরজ
এটি ইসলামের পাঁচ স্তম্বের একটি-  অবশ্য পালনীয়
পবিত্র কোরআনে উল্লেখ আছে অসংখ্য বার ঃ
সালাত ও যাকাত আদায়ের কথা
অস্বীকার করলে থাকবে না ঈমান  ।।

যাকাত ধনীর উপর গরীবের হক
এটি নয় কোন দয়ার দান-খয়রাত
আল্লার নির্ধারিত আইনে
আল্লার নির্দেশ পথে
গরীব-মিসকিনকে পৌঁছিয়ে দিতে তার প্রাপ্তি  ।

যাকাত আদায় মানে –
একজন দুঃস্থ কে করা স্বাবলম্বী
দারিদ্র মোচন করা
দূর করা সামাজিক অভাব-অনটন
কর্মহীনকে করানো নিজের পায়ে দাঁড়  ।

যাকাতের মাধ্যমে –
অসুস্থ কে সুস্থ করা
গরীব কে করে দেয়া পড়ালেখার সুযোগ
দেয়া আশ্রয়হীন কে আশ্রয়
লাঘব করা কন্যাদায় গ্রস্থের বোঝা  ।

যাকাত সঠিকভাবে আদায় ও হলে সুষ্ঠু বণ্টন
থাকবে না বেকার , দরিদ্র-অভাবগ্রস্ত
অভুক্ত কেহ রবে না
টানতে হবে কাউকে ঋণের বোঝা
শীঘ্রই সোজা হয়ে  দাঁড়াবে দারিদ্র-পীড়িত , দুস্থজন   ।।

যাকাত শান্তি ও সাম্যের তরে ইসলামী অনুশাসন
শাশ্বত কল্যাণের পথে গমন
যার প্রয়োজন তাকে দান
নিঃস্বার্থে ; চাওয়া হয় না এর প্রতিদান
এখানে থাকে না কোন দুর্নীতি স্বজনপ্রীতির বান  ! !

শরীফ  নবাব  হোসেন  ।