তারিখ ঃ – ০৩/০৫/২০২১ ইং  ,  সময় – সকাল – ৮- ৩০ মিনিট ।


যার   যেমন   স্বভাব  ।।


মানুষের মানবতা
শিশুর সরলতা
বিষধরের ছোবল
চাহিদার জোয়ার প্রবল
প্রকৃত বিচারকের ন্যায় বিচার
অবিবেচকের অবিচার
অমানুষের রুক্ষতা
শীতের  শুষ্কতা
জালিম হৃদয়হীন
সাপুড়ে বাজায় বীণ
কপটের কপটতা
ধার্মিকের  সহজ ধার্মিকতা ।


বসন্তের প্রাণ চঞ্চল
নব বধূর শাড়ীর অঞ্চল
পাখির কূজন
বন্ধুরা সুজন
পাহাড়ের  নির্জনতা
সিতাংশু র  স্নিগ্ধতা
ব্যেমের বিশালতা
বনানীর পুষ্প-তরুলতা
পারাবারের প্রশস্ত বুক
মায়ের বুকে সুখ
নিশাপতির নির্মল হাসি
বৃদ্ধের যাতনার কাশি ।


মা-বাবার ভালোবাসা  মধুর
বিদায় সর্বদা  বেদনা বিধুর
প্রকৃতির অকৃত্রিম প্রেম
মানুষের ভালোবাসায় কৃত্রি্মতার ফ্রেম
লোভীর সারা জীবন অভাব
পশু-পাখিরা চির নিষ্পাপ
বাউন্ডেলের বাহুল্যতা
মিত ব্যয়ীর হয় স্বল্পতা
অলসের অসারতা
কর্মীর  কর্ম চঞ্চলতা
দানবী্রের দান
অকাতরে সম্প্রদান
আল্লাহর দান
অপরিসীম  তার মান  ।।

শরীফ নবাব  হোসেন ।