তারিখ ঃ – ১০-১০-২০২১ ইং , সময়- রাত – ১১-১০ মিনিট ।


যেমন   হওয়া   উচিত ।।


কবির কবিত্ব
জ্ঞানীর মাহাত্ম্য
নারীর সতীত্ব
মহিলার মাতৃত্ব
পুরুষের পৌরুষত্ব
গদ্যের ভাবার্থ
মানবের মনুষ্যত্ব
দানবের অসুরত্ব ।


সু কর্মের  কৃতিত্ব
অপরাধীরা সদা ঘৃণিত
মানুষে মানুষে ভ্রাতৃত্ব
স্রষ্টার নিকট আনুগত্য
অহংকারী খাটায় প্রভুত্ব
স্বার্থ পরের আমিত্ব
ন্যায় কণ্ঠ বলিষ্ঠ
অশান্তিতে  ডুবে পাপিষ্ট ।


জ্ঞানের  আলো
পাপ-পঙ্কিলের কালো
অহমিকায় অবনতি
প্রচেষ্টায় উন্নতি
কাপুরুষের নেই কৃতজ্ঞতা
ঈমানদা্রের দৃঢ়তা
দেশ প্রেমিকের ন্যায়-নীতি
চাটুকারের সুবিধা প্রীতি ।


অসাধুর দুরভিসন্ধি  
ধূর্ত আঁটে ফন্দি
সৎ ব্যক্তির শুভ চিন্তা
ধান্দাবাজের হামেশা দুশ্চিন্তা
উদার মনের জয়
হীন-ক্ষীণের চরম ক্ষয়
সহমর্মিতায় সুবাতাস
অমূলক-অসহিষ্ণু তায় শান্তি বিনাশ ।।


শরীফ নবাব হোসেন ।