তারিখ ঃ – ২৯-০৮-২০২১ ইং , সময় – সকাল -৯-৩০ মিনিট ।


  যেমন  হওয়া  উচিত- ২ !


গুণীর মান
শিক্ষা আবহমান
কর্মীর ঘাম
মনুষ্যত্বের দাম
সততা মহা মূল্যবান
  বিচারে ন্যায়বান
শান্তি-সুষমায় পুণ্যবান
প্রাজ্ঞ্রের জ্ঞান দান
মহৎ কীর্তি  শাশ্বত অম্লান ।


উদ্যমে সৃষ্টি
সভ্যতার কৃষ্টি
আচার-ব্যবহারে  মিষ্টি
ভালোবাসায়  প্রশান্তি
হৃদয় বানের সুদৃষ্টি
সৎ মানুষের ন্যায়নীতি
দেশের স্বার্থে কূটনীতি
পরের হিতার্থে  মহানুভবতা
হীন মনের স্বার্থপরতা
নিঃস্বার্থ সৃজনশীলে অগ্রযাত্রা ।


শরীফ নবাব হোসেন ।