তারিখ ঃ- ১৭/০৭/২০২১ ইং , সময় – রাত – ৮ -০০ টা ।


জীবন  যেখানে   অর্থহীন ।।


তুমি অনেক জ্ঞানী , বিদ্যান
চালাক , চতুর , বুদ্ধিমান
অনেকের নয়নের মণি ।


তোমার অগাধ সম্পদ
প্রচুর টাকা-কড়ি , বহু সমঝদার
বিত্ত-বৈভব , গাড়ি ঘোড়া ।


তোমার উচ্চ বংশ মর্যাদা
বিশাল নাম-ধাম , পরিচিতি
তুমি অতি ক্ষমতাবান , পদ মর্যাদার অধিকারি  ।


তুমি বেশ বড় রাজনৈতিক ব্যক্তিত্ব
টকশো তে দেখাও কৃতিত্ব
জাহির কর সামাজিক পাণ্ডিত্য !


ছিটে-ফোটা দেশ প্রেম ও সামাজিক কর্মকাণ্ড
তাও ফটো কাভারেজ সর্বস্ব
বিভিন্ন আঙ্গিকে ছবিতে , গর্বে  মাতে সহাস্য ।


কিন্তু ---------------  ?
তুমি কর না আত্মার টানে মানুষের উপকার
নও দেশ ও সমাজে শান্তির রূপকার
কাজ-কর্মে নয় চিত্তের বৃত্ত পরিষ্কার ।


তুমি তো নিবেদিত নয় দেশের স্বার্থে
দেশ প্রেমে না হৃদয় সাজে পরার্থে
দেশের নিমিত্তে ত্যাগ নয় আগে নিঃস্বার্থে ।


যদি মানুষের কথা  দিলে না ই ভাব
স্ব দেশের কল্যাণে নাহি আস
শুধুই স্বপ্নের সুখ সাগরে ভাস ?


তবে- তোমার এত গুণ
বিদ্যা-বুদ্ধি , উচ্চতর ডিগ্রি
জীবনে সবই জৌলুস হীন , নিরর্থক ।


শরীফ নবাব হোসেন ।