তারিখ ঃ – ১০-০৫-২০২১ ইং , সময় – সকাল – ৯-০০ টা ।


জীবন   তরী ।


আল্লাহর ভরসায়
অথৈ ই সাগরে
জীবন তরী ভাসালাম ।


মন মাঝি সাথে আছে
জীবন মাঝি নাটাই হাতে
উপরে বসে আছে ।


অদৃষ্টে   কী আছে
ফলাফল জানা নাই
চলছি অনন্ত রাস্তায় ।


বন্ধুর  পথ
শংকায় রথ
ঘটে যায় বিপদ ।


কখন কি ঘটে
কেউ না জানে
ভাবনা মনের গহীনে ।


জীবন মেলায় চলে
এ ভাল এ মন্দ
বিরহ , ক্লেশ , আনন্দ ।


তাল খুঁজে  না পাই
পারাবারে নাই ঠাঁই
বিধাতার করুণা  চাই ।


কখনো বসন্ত
কখনো খড়খড়ে শুষ্ক
ঘুর পাকে বেসামাল মস্তিষ্ক  ।


কার কেমন চলবে চাকা
বলার নেই সাধ্য
সবাই বিধির বিধানের বাধ্য ।


এরই মাঝে যদি আমরা
মেনে চলি সৃষ্টিকর্তার  বিধান
অশান্তির  জ্বালা হয়  তিরোধান ।।


শরীফ নবাব হোসেন