১৬/০৯/২০২০ ইং , সময় – দুপুর – ১২ -৪০ মিনিট ।


জীবনের শপথ  চাই ! !


অসত্যের কাজ করো না
অসত্য কথা বলো না
অন্যায় নিজে করো না
অন্যায় কে প্রশ্রয় দিও না ।  


পর নিন্দা করো না
তবে , সত্য টা বলতে দ্বিধা না
কারো অপকারে মন দিও না  
মগজে নষ্টামির জায়গা রেখো না ।


মানুষের মনে কষ্ট দিবে না
কারো সাথে তুচ্ছ  ব্যবহার না
বৈষম্যের চোখে দেখবে না
ভেদাভেদ সৃষ্টি  করবে না ।


কাউকে অবহেলা একদম না      
সমাদরে বাধা না
সৎ কাজে সহযোগী তায় মানা না
প্রয়োজনে সাহায্যে  ইতস্ততঃতা না ।


কোন প্রাণী কে আঘাত না
সু-সভ্যতা কে ধ্বংস না  
অসভ্যতা কে লালন না
অসুন্দরের চর্চা  মোটেই না ।


অসত্য কে কখনো সম্মান না
অন্যায় কে সহযোগিতা না
অকাজ কে সমর্থন না
পাপ কাজের দোসর না ।


জুলুম বাজের সাথে না  
অবিচারের সখ্য না
চামচার সাথে বন্ধুতা না
চাটুকারের সংগী কখনো না ।  


মোনাফেকের সাথে সম্পর্ক না
দেশের ক্ষতি তে অভ্যস্ত  তার সাথে না
ঘুষখোর কে অন্তর থেকে না
দায়িত্বহীনের সাথে দোস্তি না ।


বিবেক ও মনুষ্যত্ব হীন কে চিরতরে না  
লোভী ,স্বার্থপর , হীন মনা , সম্পদ লুণ্ঠনকারী কে
প্রাণপণে , সজ্ঞানে , সদর্পে  না
ধর্মের অপব্যাখ্যা কারী কে আত্মা  থেকে না ।


এভাবে সমস্ত দুষ্কর্ম কে বলো না    
আপাদ মস্তক তাদের কে না
সমাজের ক্ষতি কারক দের সারাজীবন না
অনিষ্ট  কারী দের পক্ষে জীবন-মৃত্যু না না । ।


এসব না কে যদি সত্যিকার ভাবে
ও বাস্তবে না বলতে পারি
তবে , দেশ , জাতি ও সমাজ হবে সুন্দর
মানুষের মাঝে থাকবে না অশান্তি ও অমঙ্গল !


শরীফ নবাব  হোসেন ।