তারিখ  ঃ  - ০৮/০৯/২০২২  ইং  ।


জীবনটা  ঝরা  কুয়াশা  !


যে যাবার সে যায় চলে
সবকিছু পড়ে থাকে হায়
কিছুই করার অবকাশ নাই
সাগরের কুল কিনারা নাহি পায়  ।


কে এমন ক্ষমতাধর আছে ----------?
থাকতে পারবে দুনিয়ায়
মরণের দ্বারে একেবারে
সে উপায়হীন অসহায়  ।


তাই যতদিন থাকি বেঁচে
সময় নষ্ট না করি
অবহেলায় হেসে খেলে নেচে  ;
দিন থাকতে শ্রেষ্ঠ মানুষের পথ ধরি  ।


জীবন রঙ্গের মোহ-মহামায়া
ভোগ-বিলাস , লালসার ছায়া
নরম তুলতুলে আরামের কায়া
অন্তিমের ডাকে নত সদা হিয়া ।।


জীবনটা কুয়াশার মতো নড়বড়ে
কার কথা কে ধরে
উদ্দাম-উন্মত্ত আচরণ করে
এক সময় আঁধারের খাদে পড়ে  ।


সৃষ্টি জীবের সেবায়----------
পাওয়া যায় স্রষ্টার নৈকট্য  
তাদের ক্ষতি ও ধ্বংসে
সংক্ষিপ্ত জীবন হয় অভিশপ্ত  ।।


সুতরাং  , ধরায় সাবধানে চলি
সত্য-ন্যায়ের কথা বলি
সুচারু মহৎ কর্ম করি
আত্মত্যাগে , ভালবেসে যায় প্রাণ ভরি ।


শরীফ  নবাব  হোসেন  ।