তারিখ ঃ – ০৭-০৪-২০২২ ইং , সময় ঃ দুপুর – ১২-২৫ মিনিট ।


যুদ্ধের   মাঝে   শান্তি   খোঁজে  ।।


যুদ্ধের   মাঝে   শান্তি   খোঁজে  
ধ্বংসের নেশায় থাকে মজে
খুন-খারাবি  চালায়  সাধে
বিবেকের তাদের নাহি বাধে  ?


মানবের দুর্দশা-কষ্টে পায় আনন্দ
পাষাণ হৃদয় থাকে বন্ধ
অবিরাম গোলা গুলি , বোমা ফাটিয়ে
খুনের পিপাসায় ওরা অন্ধ ।



শিশু –কিশোর , বৃদ্ধ , মহিলা
উপসনালয় , স্কুল-কলেজ , হাসপাতাল
আক্রমণ থেকে পড়ছে না বাদ
মরছে মানুষ , করছে তারা উল্লাস !


দেশে দেশে চলছে আগ্রাসন
লাখো মানুষ হচ্ছে বিতাড়ন
বসত-ভিটা শূন্যতায় খা  খা
বেদনায় কাতর অসহায় স্বজন হারা ।


ক্ষুধা তৃষ্ণা রোগ ব্যাধি , উদ্বাস্তু দের সাথী
দেখেও দেখে না বিশ্ববাসী
পারে না করতে কোন সমাধান
বিবৃতি , আলোচনা , সমালোচনাতেই বিধান ।


রাষ্ট্র প্রধানেরা ঢাকতে নিজের ব্যর্থতা
বাধায় দেশ-জাতি তে যুদ্ধ
নিজের গদি বাঁচানোর তরে
ধ্বংসলীলার  পরিণাম কে করে শুদ্ধ ।


যাদের দিয়ে সম্ভব নয়- মানব কল্যাণ
তারা হতে পারে সরকার প্রধান
কখনোই হতে পারে না নেতা
তাদের অন্তর জড় পাথরের তুল্য ভোঁতা  ! !


শরীফ নবাব হোসেন ।