তারিখ ঃ – ১০-০২-২০২২ ইং , সময় – সকাল – ৯-৩০ মিনিট ।


কার    চেয়ে   কে   উত্তম   ? ?


সুবিধা বাদীর চেয়ে
ভালো গাছের বানর
লোভীর চেয়ে ঢের
বনের পশু
অসৎ এর চেয়ে
সেরা মাটির বিচ্ছু
ছিটার-বাটপারের চেয়ে
হীন নেই আর কিছু  ! !


ঘুষ খোরের  চেয়ে
উৎকৃষ্ট ভুজঙ্গ
তোষামোদ কারীর চেয়ে
প্রকৃষ্ট বাড়ির কুকুর
জালিম-জুলুম  বাজের চেয়ে
হায়েনা শ্রেষ্ঠ
ওয়াদা ভঙ্গকারীর চেয়ে
ভালো তেলাপোকা  !


ধোঁকাবাজ-ধূর্তের  চেয়ে
অগ্রণী ঝোপের শৃগাল
মিথ্যা বাদীর চেয়ে অতুল
যামিনীর নিকষ অন্ধকার
মাথায় বারি মেরে খায়
তার চেয়ে বড় পাপী নাই
শঠ-খল ব্যক্তির তুলনায়
অতুলন বারীশের হাঙ্গর  ! !


ধর্ষকের চেয়ে
উত্তম জাহান্নাম
দখল বাজের চেয়ে
শ্রেয় বাঘ ভল্লুক
মজুতদারি-কালোবাজারী রা জ্যান্ত
জঘন্য নরপিশাচ
আমানত খেয়ানত কারীরা
চিরতরে চরম রাক্ষস !


অবশেষে -
দৃঢ় চিত্তে বলে যায়
কার চেয়ে কে উত্তম  ?
মনুষ্যত্ব ও মূল্যবোধ নেই যার
তারা নরকের চেয়েও অধম  ! !



শরীফ নবাব  হোসেন ।