তারিখ  ঃ  - ০১/০৮/২০২২  ইং , সময়  ঃ   ১০-১০ মিনিট ।


কাঁঠাল ----------- !


পাকা কাঁঠালের সুধাময় গন্ধে  
বাতাসে  মৌ মৌ মাতাল
এমন মজার ফল খেয়ে
ছেলে-বুড়ো হয়ে যায় বেতাল  ।


কাঁঠাল বিচির লোভনীয় ভর্তা
স্বাদে অকৃত্রিম অনন্য
পাতে একবারও না জুটলে
জীবন হবে না ধন্য  !


কাঁঠাল ফল বড়ই পুষ্টিকর
মুখে তেমনি রুচিকর
মানুষ , পশু , পাখি , পতঙ্গ পছন্দ সবার
কোন কিছুই  ফেলার নয় তার  ।


পাকা কাঁঠালের হলুদ রং-সুগন্ধ  
বিলিয়ে দেয় অসীম আনন্দ
বাড়ির পাশে কাঁঠাল গাছ
সাথে যেন লক্ষ্মীর বাস ।।


কাঁঠালের পিঠা
স্বাদে-মিষ্টি তে মধুমিতা
খেয়ে মিলে প্রশান্তির তৃপ্তি
ভরে উঠে গ্রীষ্ম-বর্ষার প্রকৃতি ।


বাংলার এমন সুস্বাদু ফল
জিভে আনে তৃপ্তির জল
রসে ভরা পরিপূর্ণ
খেলে হয় দেহে বল ।


কাঁঠাল বনে কাঠবিড়ালী দৌড়ে নাচে
প্রজাপতি রা বেড়ায় হেসে
পাখপাখালির আনাগোনায় কলরব
চাঁদ-ভানুর আলোয় ঝলমল বনের সব  ! !


শরীফ  নবাব  হোসেন  ।